খাগড়াছড়ির মাটিরাঙ্গায়ার আলুটিলা বেড়াতে যাওয়ার সময় তারেং এলাকায় ধর্ষণ হয়েছেন এক স্কুলশিক্ষিকা। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতের দিকে স্কুল শিক্ষিকা খাগড়াছড়ি সদর থেকে আলুটিলা আসার সময় তারেং এলাকায় অস্ত্র দেখিয়ে জোর পূর্বক জঙ্গলে নিয়ে শিক্ষিকাকে ধর্ষণ করে এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে স্হানীয় এলাকাবাসী ও সেনাবাহিনী ধর্ষণকারীকে আটক করে। সে খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে লিটন ত্রিপুরা (২৪)।
সেনাবাহিনী ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে। পরে মাটিরাঙ্গা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে আসে।
মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিটন ত্রিপুরা নামে একজনকে আটক করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম