বাগেরহাটের মোড়েলগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মতিয়ার রহমান, তিনি বাগেরহাট সদরের চরগ্রামের রশিদ শেখের ছেলে।
মোড়েলগঞ্জ থানার সহকারী পরিদর্শক ভবতোশ চন্দ্র জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে একটি মিনিট্রাক নিয়ে কয়েকজন উপজেলার বলভদ্রপুর গ্রামে আসে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে গরুচোর সন্দেহে তাদের ধাওয়া করে। তারা পালানোর সময় মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এ সময় এলাকাবাসী চারজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে মতিয়ার রহমান মারা যান। আহত অপর তিনজনের অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/এমই