নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৯ জেলেকে ১০ হাজার করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) রাতে হিজলা উপজেলার সরকারি কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সোমবার দুপুর দেড়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করা ২৮ জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৭০ কেজি মা ইলিশ।
অভিযানে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ পুলিশ অংশ নিয়েছে। উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মা ইলিশ দুইটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।
এছাড়াও দণ্ডিত ১৯ জেলেকে দণ্ড পরোয়ানায় কারাগারে পাঠানো হয়েছে। জরিমানার টাকা জমা দিয়ে মুক্তি পেয়েছে অপর ৯ জেলে।
বিডি-প্রতিদিন/তানিয়া