কুড়িগ্রামে দলিত ও মূল স্রোতধারার অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অধিকার সহজলভ্য করার লক্ষ্যে মাল্টি-স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শমূলক বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার অভিনন্দন কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আবু জাফর। কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হেকস্ কান্ট্রি অফিস বাংলাদেশ-এর পার্টনারশিপ ম্যানেজার সাইবুন নেসা, টেকনিক্যাল অফিসার পাপন সরকার, মহিদেব-এর পরিচালক শ্যামল সরদার, জীবিকা-এর পরিচালক মানিক চৌধুরী প্রমুখ।
এতে রংপুর বিভাগের কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার দলিত সম্প্রদায়ের প্রতিনিধি ও অ্যাডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মানিক চৌধুরীকে সভাপতি করে ১৭ সদস্যবিশিষ্ট জেলা অ্যাডভোকেসি ফোরাম গঠন করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল