বরিশালের উজিরপুর উপজেলার সেনেরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি। তাদের ধারণা, বাজারের কাওসারের খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে টিন ও কাঠের তৈরি একাধিক দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক