বরিশালের বাকেরগঞ্জে কৃষক সোহেল খানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় উত্তর কবাই গ্রামের বাসিন্দারা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে নিহত সোহেল খানের স্ত্রী সাজেদা বেগম, পিতা নুর ইসলাম হাওলাদার, মা নিলুফা বেগম, আয়শা বেগম, মো. রফিকুল ইসলাম, মো. আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, তরমুজ চাষের জমি লিজ না দেওয়াকে কেন্দ্র করে গত ২৭ সেপ্টেম্বর রাতে কৃষক সোহেল খানকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। তারা আরও জানান, এ ঘটনার পর পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও বাকি আসামিরা এখনও পলাতক রয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে নিহত সোহেলের স্ত্রী সাজেদা বেগম ও মা নিলুফা বেগমকে মামলা তুলে নিতে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে।
এসময় এলাকাবাসী কৃষক সোহেল খানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান।
বিডি প্রতিদিন/আশিক