বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লক্ষ্য ও উদ্দেশ্য নারীদের মাঝে পৌঁছে দিতে মাঠে নেমেছেন সোনারগাঁ উপজেলার স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার উপজেলার জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মা–বোনদের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আমির হোসেন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পনির হোসেন মিন্টু, নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি কবির হোসেন, জামপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালুসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, আমাদের এই প্রচারণার লক্ষ্য শুধু রাজনৈতিক নয়, এটি মানবিকও। দেশের প্রতিটি মা-বোন যেন জানেন, একটি ন্যায্য, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফাই হলো আশার আলো।
তারা বলেন, দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক সংকট থেকে পরিত্রাণ পেতে জনগণের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূলে সাধারণ মানুষের কাছে নতুন আশার বার্তা পৌঁছে দিতে চায় বিএনপি।
বিডিপ্রতিদিন/কবিরুল