জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বাধা সৃষ্টি করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় সাবেক এক পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে তাকে টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরাম কান্দি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নাসির শেখ টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের ভাই।
এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় বাধা সৃষ্টি করতে টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির (সন্ত্রাসবিরোধী আইন) মামলায় সংশ্লিষ্টতা থাকায় নাসির শেখকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায় , গত ১৬ জুলাই এনসিপির সমাবেশ ভণ্ডুল করতে টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেন। এ ছাড়া মহাসড়কের আশপাশে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করার চেষ্টা করেন তারা। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ৮২ জনের নামোল্লেখসহ ১৫০-২০০ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ