ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা দুই যুবক নিহত হয়েছে। তাদের বয়স হবে আনুমানিক ২৪ থেকে ২৫ বছর। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে কাঁচপুর সেতুর উপরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।
শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, একটি বিকল ট্রাককে অপর একটি ট্রাক ঢাকার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সাথে আটকে যায়। পরে ট্রাক রেখে ওই দুইজন লোক রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা যানবাহনের চাপায় তাদের মৃত্যু হয়। লাশ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিডি প্রতিদিন/এমআই