পটুয়াখালীর কলাপাড়া কুয়াকাটা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১৮ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচটি দূরপাল্লার যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে এসব জাটকা উদ্ধার করা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে অভিযানে অংশ নেওয়া ভ্রাম্যমাণ আদালত প্রতিটি বাসের সুপারভাইজারকে ১৪ হাজার টাকা জরিমানা করে।
অভিযান পরিচালনায় ছিলেন প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুজ্জামান মামুন সংবাদকর্মীদের জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামদি, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসরি সাদক ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সুজন