বিবিসিখ্যাত সাংবাদিক আতাউস সামাদের ১৩তম মৃত্যুবার্ষিকী কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে। করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটি ও ভোরের আলো সাহিত্য আসরের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে সাহিত্য আসরের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে আতাউস সামাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাপতিত্ব করেন করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, বিশেষ আলোচক ছিলেন দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আবু তাহের।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো আলোচনা করেন করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটি ও মফস্বল সাংবাদিক সংস্থা করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আবুল মুনসুর লনু, সাংবাদিক মো. আবুল কাসেম, বেসরকারি গণগ্রন্থাগার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, শিল্পী মো. শফিকুল ইসলাম, শিল্পী এস. কে. রাজু, বাউল শিল্পী মো. কবির হোসেন, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক, বিশিষ্ট কবি ও ছড়াকার হিরন আকন্দ, সোহানুর রহমান, মো. আরমান মিয়া, ভোরের আলোর উপদেষ্টা দন্তচিকিৎসক মো. হিরা মিয়া এবং ভোরের আলোর সদস্য মোছা. আকলিমা খাতুন।
প্রয়াত সাংবাদিক আতাউস সামাদকে স্মরণ করে আলোচনা ছাড়াও কবিতা পাঠ করা হয়। শেষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/আশিক