হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভারভ্যান জব্দ করেছে পুলিশ। এসময় আবু হানিফ (২৮) নামে এক যুবককে আটক করা হয়। সে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জের ওলিপুর চেকপোস্ট এলাকায় ওসি শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় সিলেট থেকে ময়মনসিংহগামী কাভারভ্যানটি তল্লাশি করা হয়। প্রথমে চালকের কথাবার্তায় গরমিল দেখা দিলে পুরো গাড়ি খতিয়ে দেখা হয়। এতে ব্যথানাশক ট্যাবলেট, সিগারেট, চকলেট, নকল ডংডং চিপস, ৩০টি শাড়িসহ মোট ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশের সিলেট রিজিওন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রেজাউল করিম জানান, ভারতীয় পণ্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। জব্দকৃত পণ্য ও কাভারভ্যান থানায় জিম্মায় রাখা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি মো. শুভ রঞ্জন চাকমা বলেন, হাইওয়ে রোডে ভারতীয় পণ্য পাচারের বিষয়ে আমাদের নজরদারি আরও বাড়ানো হয়েছে। ভবিষ্যতে যাতে কোনো চোরাকারবারি এ রুট ব্যবহার করতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম