টাঙ্গাইল সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদ্যদের মধ্যে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ উদ্যোগে এ চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ, উচ্চমান সহকারী কামরুল হোসেন, অফিস সহকারী আরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় নিহত ও আহত পরিবারের সদস্যদের মধ্যে ৯০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ