শারদীয় দুর্গাপূজা শুরু ২৭ সেপ্টেম্বর। এ উপলক্ষে খাগড়াছড়ির পাহাড়ে এখন প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। রাতদিন পরিশ্রম করে প্রতিমাগুলোকে ফুটিয়ে তুলতে কাজ করছেন তারা।
খাগড়াছড়ির কেন্দ্রীয় লক্ষ্মী-নারায়ণ মন্দির, শান্তিনগর গীতাশ্রম মন্দির, আনন্দনগর, খাগড়াপুর, ঠাকুরছড়া সহ জেলা সদরের বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা নির্মাণ চলছে পুরোদমে। দুর্গা, কার্তিকসহ নানা দেবতার প্রতিমা একে একে সাজিয়ে তোলার কাজ চলছে। কোন দেবীকে কোন আসনে বসানো হবে তা নিয়েও শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন।
এবার খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলায় ৬৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে খাগড়াছড়ি সদরে রয়েছে ২১টি পূজা মণ্ডপ।
বিডি প্রতিদিন/আশিক