মাত্র ১২০ টাকার সরকারি ফি জমা দিয়েই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ১৭ তরুণ-তরুণী। শুক্রবার রাতে লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিল সেডে এক আবেগঘন পরিবেশে ফলাফল ঘোষণা করা হয়।
লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম জানান, এবার কনস্টেবল পদে ১ হাজার ৮৪৪ জন প্রার্থী অনলাইনে আবেদন করেছিলেন। লিখিত পরীক্ষার পর ৪৬ জন উত্তীর্ণ হন। সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হন ১৫ জন ছেলে ও দু’জন মেয়ে-মোট ১৭ জন। এছাড়া আরও তিনজন অপেক্ষমাণ তালিকায় রয়েছেন।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই নিয়োগে কোনো ধরনের উৎকোচ বা সুপারিশের স্থান ছিল না। সম্পূর্ণ মেধার ভিত্তিতেই নিয়োগ সম্পন্ন হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় মাত্র ১২০ টাকায় সরকারি চাকরি পাওয়া এখন স্বপ্ন নয়, বাস্তব।
চাকরি পাওয়া এক তরুণ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা কখনো ভাবিনি এত সহজে চাকরি পাওয়া সম্ভব। মনে হচ্ছে বুক থেকে বড় বোঝা নেমে গেছে। এখন শুধু দেশের জন্য কাজ করতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, পিপিএম-সেবা পদকপ্রাপ্ত মো. ইলিয়াছ হোসেন, জেলা ডিবি ওসি সাদ আহম্মেদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই