নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে স্পিডবোট ডুবে চার শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় উদ্ধার হওয়া রোজিনা (৩২) নামে এক নারী কিশোরগঞ্জের ইটনা হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজদের মধ্যে তিনজনের বয়স ৭ থেকে ১০ বছর এবং একজনের বয়স ১৮ বছর বলে জানা গেছে।
শুক্রবার বিকেলে খালিয়াজুরীর পাচহাট গ্রাম থেকে ইটনার মৃগা গ্রামে বিয়েতে যাওয়ার পথে আন্ধাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের একজন লায়লা (৭), স্বপনের মেয়ে। অন্যদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
চিকিৎসাধীন রোজিনা জানান, তিনি দুজন শিশুসহ ওই বোটে ওঠেন। মাঝপথে একটি মাছধরা নৌকার সঙ্গে ধাক্কা লাগলে ধস্তাধস্তির একপর্যায়ে স্পিডবোটটি ডুবে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরযাত্রীর কয়েকজন ভাড়া করা স্পিডবোটে ঘুরতে বের হয়। এসময় একটি মালবাহী কার্গোর সঙ্গে ধাক্কা লেগে বোটটি নদীতে পাতা ভিম জালে আটকে যায়। পরে জালের মালিকরা দুই চালককে নামাতে গেলে বিশৃঙ্খলার মধ্যে বোটটি ডুবে যায়।
খালিয়াজুরী থানার ওসি মোহাম্মদ মগবুল হোসেন তালুকদার জানান, নিখোঁজের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসছে। শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান চালানো হবে।
বিডি প্রতিদিন/হিমেল