কক্সবাজারের টেকনাফ সীমান্তে মানব পাচারকারী চক্রের শীর্ষ ৫ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
আটকরা হলেন—টেকনাফ মিঠাপানির ছরার সৈয়দ আলম (২৯), মো. আব্দুল্লাহ (২২), মো. রিদুয়ান হোসেন (২০), মো. নুরুল আফসার (২০) এবং মো. আব্দুল হাকিম (৪০)।
এ ঘটনায় পলাতক রয়েছেন—সাইফুল, মোস্তাফা ওরফে গোরাইয়া, নুর আলম এবং সামসু। তারা সবাই টেকনাফের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মানব পাচার প্রতিরোধে বিজিবি ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, সীমান্ত এলাকায় কয়েকটি মানব পাচার চক্র সক্রিয় রয়েছে। তারা স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মিয়ানমার থেকে বাংলাদেশে মানব ও মাদক পাচার এবং বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের মতো জঘন্য অপরাধে জড়িত।
তিনি আরও জানান, গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে চালানো অভিযানে পাচারকারী চক্রের শীর্ষ ৫ সদস্যকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
চলতি বছর বিজিবির বিশেষ অভিযানে মোট ৪৭ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এখনো ২১ জন আসামি পলাতক রয়েছে। পাচারকারী চক্রের মূল হোতা ও বাকি সদস্যদের ধরতে আরও অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে বলেও জানান লে. কর্নেল আশিকুর রহমান।
আটক পাঁচ পাচারকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক