কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরণকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় অন্যতম আসামি ইলিয়াস হোসেন মিলুকে (৪৩) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার মধ্যরাতে পর্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
পটুয়াখালীর ডিবি পুলিশের এসআই জহুরুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত ইলিয়াস কুয়াকাটা পৌরসভার হুইচ্যানপাড়া এলাকার মৃত শানু হাওলাদারের ছেলে। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা যায়, এ বছরের ৪ ফেব্রুয়ারি রাতে জহিরুল ইসলাম মিরণ ঢাকা থেকে কুয়াকাটায় পৌঁছে গাড়ি থেকে নেমে বাড়ি ফিরছিলেন। সশস্ত্র দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে এক হাতের রগ কেটে ফেলে এবং অন্য হাতের কব্জি বরাবর ঝুলিয়ে দেয়। এছাড়া কপালে, মাথায়, পেটে ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম করে। এই ঘটনায় ১৩ ফেব্রুয়ারি মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মিরণের ওপর সশস্ত্র হামলার ঘটনায় গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক অঙ্গনে প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছিল।
বিডি প্রতিদিন/হিমেল