নির্বাচনী তফসিল ঘোষণার আগে ডিসেম্বর মাসেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনার প্রথম পর্যায়ের কাজ উদ্বোধনের দাবিতে নীলফামারীতে সমাবেশ ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ডালিয়া-দোয়ানি তিস্তা ব্যারাজ সংলগ্ন নদীপাড়ে “তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ” এর ডিমলা-জলঢাকা আঞ্চলিক কমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো মানুষ এতে অংশ নেন। পরে সন্ধ্যায় শত নৌকায় আলোর মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিস্তা নদীপথে আলোর মিছিল অনুষ্ঠিত হয়।
সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী সমাবেশ উদ্বোধন করে বলেন, “সরকারের পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন ২০২৬ সালের জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। এ ঘোষণা তিস্তা পাড়ের কোটি মানুষের প্রাণে আশার আলো জাগিয়েছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই প্রকল্প উদ্বোধন হোক। পরবর্তীতে যে সরকারই আসুক, তারা যেন প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখে।”
১০ বছর মেয়াদী এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২ হাজার কোটি টাকা। প্রথম পর্যায় (৫ বছর) বাস্তবায়নে ব্যয় হবে ৯ হাজার ১৫০ কোটি টাকা। এর মধ্যে চীন সরকারের কাছ থেকে ঋণ চাওয়া হয়েছে ৬ হাজার ৭০০ কোটি টাকা এবং বাকি ২ হাজার ৪১৫ কোটি টাকা আসবে দেশের কোষাগার থেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী। স্থানীয় নদী সংগঠক আলমগীর হোসেন ও রশিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, আব্দুর নূর দুলাল, অধ্যক্ষ ড. এসএসএম মনওয়ারুল ইসলাম, লালমনিরহাট জেলা কমিটির আহ্বায়ক মাহমুদুল আলম, আয়োজক কমিটির আহ্বায়ক হামিদুল ইসলামসহ অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল