বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বিএম কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম এবং ছাত্রদলের নেতা কর্মীরা।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমরা ধারণ করি। তিনি মাটি এবং মানুষের কথা ভাবতেন। যার ধারাবাহিকতায় আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর সাত দিনের কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি নিয়েছি।
বিডি প্রতিদিন/নাজিম