দেশের রাজনৈতিক দলগুলোকে পিআর পদ্ধতি ভুলে ব্যালট নির্বাচন পদ্ধতির পথে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
সোমবার (১ সেপ্টেম্বর) বরিশালের ফজলুল হক অ্যাভিনিউতে বিকেল ৫টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘পিআর পদ্ধতি ভুলে যান। ব্যালট নির্বাচন পদ্ধতির পথে আসেন।’
জয়নুল আবেদীন বলেন, দেশের মানুষ ভোট দিতে চায়। ফেব্রুয়ারিতে নির্বাচন না দিয়ে দেশ ছেড়ে কেউ পালাতে পারবে না।
জয়নুল আবেদীন আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বরিশালকে ভালবাসতেন। তাই ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করার পূর্বে বরিশালবাসীর সাথে সৌজন্য সাক্ষাত করার জন্য শিপ নিয়ে এসেছিলেন তিনি। শহীদ জিয়াউর রহমানের রাজনীতি ছিল দেশ গঠনের জন্য। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার জন্য বাংলাদেশে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। জিয়া পরিবার বাংলাদেশের মানুষের জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছেন।’
বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় জয়নুল আবেদীন আরও বলেন, গত ১৭ বছর ধরে আমরা সংগ্রাম করেছি। এত বছরের আন্দোলনের ফলে জুলাই বিপ্লব হয়েছে।
বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দদের উদ্যোগে নগরীতে র্যালি করা হয়। সকালে নগরীর হাসপাতাল রোড থেকে শুরু হওয়া এ র্যালির উদ্বোধন করেন চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার। বেলা ১২টার দিকে নগরীর বটতলা থেকে অপর একটি র্যালি বের হয় মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে।
এছাড়া নগরীর জিলা স্কুলের মোড় থেকে বের হওয়া র্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন।
বিডি প্রতিদিন/জামশেদ