ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর-আখাউড়া-কসবা সংযোগ সড়কের সিঙ্গারবিল এলাকায় পুরনো ও সরু একটি সেতু চার লক্ষাধিক মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এ সেতুতে দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যাত্রী ও চালকদের।
জনগুরুত্বপূর্ণ চান্দুরা-আখাউড়া সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ঢাকা-সিলেট মহাসড়কে ফোরলেনের কাজ চলমান থাকায় বিকল্প সড়ক হিসেবে এ পথ ব্যবহার করছে কুমিল্লাগামী গাড়ি। পাশাপাশি আখাউড়া স্থলবন্দরের ভারী যানবাহনও এ সড়ক দিয়ে চলাচল করে। ফলে যানবাহনের চাপ বহুগুণে বেড়েছে।
কিন্তু সিঙ্গারবিল বাজারের পাশ দিয়ে প্রবাহিত খালের উপর নির্মিত এ সেতুটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। একসঙ্গে দুটি গাড়ি পারাপার হতে না পারায় প্রায়ই মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি হয়। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে আধা কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি পড়ে যায়। এতে রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।
সিএনজি চালক শামসুল ইসলাম বলেন, “ব্রিজটাই সমস্যা। এতটা সরু যে বিপরীত দিক থেকে গাড়ি এলে সবাই দাঁড়িয়ে পড়ে। এতে সময়ও নষ্ট হয়, আয়ও কমে।”
মাইক্রোচালক জাহাঙ্গীর মিয়া জানান, “একটি গাড়ি সেতুতে আটকে গেলে কয়েক ঘণ্টা জ্যামে বসে থাকতে হয়।”
সরেজমিনে দেখা গেছে, সেতুটির দু’পাশের রাস্তার প্রশস্ততা প্রায় ২০ ফুট হলেও সেতুটি তার অর্ধেক। উপরন্তু জরাজীর্ণ সেতুর দু’পাশের রেলিং ভেঙে গেছে, ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এলজিইডি উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান ভূঞা বলেন, “সেতুটির স্থানে ৭ দশমিক ৩ মিটার প্রশস্ত নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।”
বিডি প্রতিদিন/হিমেল