ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের উন্নয়ন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, লক্ষ্মীপুর ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এবং লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সামছুল আলম, শিক্ষা ও প্রকৌশল সম্পাদক ফারুক হোসেন, সংগ্রাম পরিষদের আহ্বায়ক আরিফ হোসেন সোহেল ও সদস্য সাহেদুর রহমান রাফি।
বক্তারা বলেন, সম্প্রতি কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার খর্ব করার ‘ষড়যন্ত্রে’ লিপ্ত রয়েছে। এরই প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, প্রকৌশল খাতে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ের কার্যপরিধি ভাগ করে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র নির্ধারণ করতে হবে। এছাড়া সরকার কর্তৃক নির্ধারিত ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি (সার্ভেয়িংসহ সকল টেকনোলজি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা আরও ৭ দফা দাবি তুলে ধরেন এবং তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/জামশেদ