সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
রবিবার সকাল সাড়ে ৮টা থেকে থেমে থেমে শুরু হওয়া যানজট ধীরে ধীরে কাঁচপুর থেকে মৈকুলি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়।
যাত্রী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়ক উন্নীতকরণ কাজের কারণে সড়ক সরু হয়ে যাওয়া, টানা বর্ষণে সড়কে খানাখন্দ তৈরি হওয়া, যত্রতত্র যাত্রী ওঠানামা, নিয়ম ভঙ্গ করে একাধিক লেন তৈরি করা এবং অতিরিক্ত যাত্রী চাপের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে।
মেঘালয় পরিবহনের চালক আজগর আলী বলেন, “যাত্রামুড়া থেকে বরপা আসতে লেগেছে প্রায় ১ ঘণ্টা। প্রায় প্রতিদিনই এই এলাকায় জ্যাম থাকে, তবে আজকে যাত্রী বেশি থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।”
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক আব্দুল কাদের জিলানী বলেন, “টানা বৃষ্টির কারণে সড়কে খানাখন্দ তৈরি হয়েছে, ফলে যানবাহন ধীরগতিতে চলতে হচ্ছে। সপ্তাহের প্রথম দিন হওয়ায় যাত্রীর চাপও বেড়েছে। হাইওয়ে পুলিশের জনবল সীমিত থাকায় দীর্ঘ যানজট নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। তবুও যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”
বিডি প্রতিদিন/হিমেল