কক্সবাজারের চকরিয়া থানা হাজত থেকে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে লাশটি উদ্ধার করা হয়।
দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকার বাসিন্দা কমল চৌধুরীর ছেলে এবং চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।
থানা সূত্রে জানা যায়, চেক প্রতারণার মামলায় গ্রেফতারের পর দুর্জয়কে থানার হাজতে রাখা হয়। শুক্রবার ভোরে হাজতের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
চকরিয়া থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্জয় আত্মহত্যা করেছেন। তবে ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ বলছে, থানায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/নাজিম