গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ সোমবার মাছের পোনা অবমুক্ত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল কাদের সরদার, ইউএনও এম রাকিবুর হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে, উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুকুরপাড়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ