‘মাটির গন্ধে সুরের ছন্দে’- এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে ‘গাইবান্ধার গায়েন’ নামে সেরা কণ্ঠের অন্বেষণ প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগস্ট) রাতে জেলা ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতাটির জমকালো ফাইনাল অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বজন খন্দকার। তার বাড়ি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে। এছাড়া গোবিন্দগঞ্জের আব্দুল্লাহ লিতু দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকার করে সদরের আশিকুর রহমান আশিক।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি, সনদপত্র ও পুরস্কার তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এসময় গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
গ্রান্ড ফিনালেতে বিচারক ছিলেন গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার, আলম আরা মিনু ও মহিন খান। বিশেষ অতিথি ছিলেন জেলার বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু হেনা রনি।
এর আগে, গত ৪ জুলাই সাড়ে ৫ শতাধিক শিল্পীর অংশগ্রহণে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় ‘গাইবান্ধার গায়েন’ প্রতিযোগিতা। বিভিন্ন পর্ব শেষে গ্রান্ড ফিনালেতে অংশ নেয় ৫ শিল্পী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন