শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কুমিল্লার শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয় ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ শনিবার শেষ হয়েছে। শুক্রবার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রথম দিনের প্রশিক্ষণ পরিচালনা করেন নায়েমের উপ-পরিচালক ড. মো. আয়েত আলী, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-বিশ্ববিদ্যালয় পরিদর্শক মো. আক্তার হোসেন এবং প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মো. সুমন আহমেদ হানিফ।
দ্বিতীয় দিনে প্রশিক্ষণ নেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের কোর ট্রেইনার গোলাম কিবরিয়া খোন্দকার এবং আইসিটি বিষয়ে জেলা মাস্টার ট্রেইনার রুবাইয়া সুলতানা।
প্রশিক্ষণে শিক্ষক-শিক্ষার্থী মূল্যায়ন, বিদ্যালয় ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক শিষ্টাচার, পাবলিক পরীক্ষা আইন, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের প্রোগ্রামার মো. আবদুর রউফ ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. গোলাম মহিউদ্দিন আহমেদ।
দুই বিদ্যালয়ের প্রধান ও সহকারী প্রধান শিক্ষকসহ সব শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আশিক