উন্নতমানের চক্ষু চিকিৎসা সেবায় আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে নওগাঁ ইসলামিয়া চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে নওগাঁ সদর উপজেলার মৎস্য ভবনের পাশে এক অনাড়ম্বর পরিবেশে হাসপাতালটির উদ্বোধন হয়।
ডা. শফিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসকেএম মজনু-নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমীর নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবাল রানা, ডা. কামাল আহমেদ, ডা. মঈনুদ্দীন, ডা. মইনুল হক দুলদুল ও প্রফেসর শরিফুল ইসলাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমীর উপ-নির্বাহী পরিচালক এরফান আলী।
চক্ষু হাসপাতালটি মৌসুমী এনজিও ও অংশীজনের যৌথ উদ্যোগে পরিচালিত হবে। আয়োজকরা জানান, এটি নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, যেখানে সর্বাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসক দল চক্ষু রোগীদের চিকিৎসা দেবেন।
বিডি প্রতিদিন/আশিক