ভারতের তরুণ ব্যাটার যশস্বী জশওয়াল দারুণ ফর্মে রয়েছেন। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে তার ব্যাট। ওভালে চলমান টেস্টেও তার ব্যতিক্রম হয়নি। দলের অন্য ব্যাটাররা যখন ব্যর্থ, তখন একা লড়াই করে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
শনিবার (২ আগস্ট) ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে থেমেছেন জশওয়াল। ১৬৪ বলের ইনিংসে ছিল ১২টি চারে ও ২টি ছক্কা। এই ইনিংসই শুধু নয়, এর মধ্য দিয়েই তিনি গড়েছেন একটি বিশেষ রেকর্ড, যেখানে পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।
মাত্র ২৩ বছর বয়সে, ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড এখন জশওয়ালের দখলে। তিনি ১৯টি ইনিংসে ৯ বার খেলেছেন ফিফটি-প্লাস ইনিংস। এর মধ্যে ৪টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি।
এর আগে এই রেকর্ড ছিল শচীনের। ২৩ বছর বয়সে ইংলিশদের বিপক্ষে ১৪ ইনিংসে ৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন ‘লিটল মাস্টার’। মজার ব্যাপার হলো, শচীনের এই রেকর্ড ভেঙেছেন জশওয়াল এমন এক সিরিজে, যার নামই ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’!
জশওয়ালের এই সেঞ্চুরির ওপর ভর করেই ওভালে দ্বিতীয় ইনিংসে ভালো সংগ্রহ গড়ে ভারত।
বিডি প্রতিদিন/মুসা