টানা বৃষ্টি, বাতাস ও স্রোতের কারণে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ অন্তত ৭২টি স্থাপনা নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে আরও কয়েক হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাঙনের দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং চলছে। ইতিমধ্যে ১ লাখ ২০ হাজার ঘনফুট জিওব্যাগ ফেলা হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ ভাঙনে চোখের সামনে ঘরবাড়ি নদীতে তলিয়ে যাচ্ছে। অনেকে মালামাল সরাতে হিমশিম খাচ্ছেন। আতঙ্কে অন্তত ৫০টি বাড়ি ও ২০টির বেশি দোকান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, শুকনো খাবার বিতরণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৭২টি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক