প্রবাসী কর্মীদের অবদান ও প্রবাসী কল্যাণের গুরুত্ব তুলে ধরতে ফেনীতে উদযাপিত হয়েছে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫’। শনিবার (২ আগস্ট) দুপুরে ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা স্মারক ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ফেনীর সহকারী পরিচালক দিদার মিয়া। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ সেন্টার ফেনীর সহকারী পরিচালক মাসুদ পারভেজ।
বক্তব্য রাখেন আইএমও প্রতিনিধি রুবাইয়া বুলবুল, ছাত্র প্রতিনিধি আব্দুল কাইয়ুম সোহাগ, রেমিট্যান্স যোদ্ধা আরিফ মাহমুদ এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন। উপস্থিত ছিলেন নাগরিক টিভির ফেনী জেলা প্রতিনিধি নুর হোসেন। দোয়া পরিচালনা করেন ফেনী টিটিসির চীফ ইনস্ট্রাক্টর মো. দিদার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নাছির উদ্দিন মুন্সী।
প্রবাসী কল্যাণ সেন্টারের মনোনীত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এইচএসসি ২০২৩ সালের বৃত্তিপ্রাপ্তরা হলেন নাজিফা তাবাস্সুম, তানজিনা ইয়াসমিন ও রেজা উদ্দিন সোহান। এসএসসি ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্তরা হলেন সানজিদা আক্তার পায়েল, জুনায়েদ আলম, সাবরিনা সোবহান ও মো. নূর নবী।
সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্যে পুরুষ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন আনোয়ার হোসাইন মিলন, দ্বিতীয় স্থান ওমর ফারুক ও তৃতীয় স্থান শাহাদৎ হোসাইন। নারী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন ফেনী সদরের শাহীন আক্তার আইরিন।
এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক ফেনী শাখা থেকে ঋণগ্রহণকারীদের মধ্যে চেক হস্তান্তর করা হয়। ঋণপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—শহিদুল ইসলাম (সংযুক্ত আরব আমিরাত) ২ লাখ টাকা, আবদুল মান্নান (সংযুক্ত আরব আমিরাত) ২ লাখ টাকা, মো. আব্দুল্লাহ আল নোমান (কাতার) ২ লাখ ৫০ হাজার টাকা এবং আবুল হোসেন (সাইপ্রাস) ২ লাখ ৫০ হাজার টাকা।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ফেনী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সহযোগিতায় ছিল প্রবাসী কল্যাণ সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংক, ফেনী।
বিডি প্রতিদিন/আশিক