নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া যুবক আল মামুন ওরফে নয়ন (১৯)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত নয়ন সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নুরপুর-কৃষ্ণপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।
এর আগে নদীর অপর পাড়ে ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় খেয়াঘাটে একটি ছোট ডিঙি নৌকা ডুবে যায়। সেই দুর্ঘটনায় নয়ন নিখোঁজ হন। পরদিন একই সময়ে তার মরদেহ ভেসে ওঠে এবং সেখান থেকেই উদ্ধার করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “নদীর অপর পাড়ে খেলা দেখতে যাওয়ার সময় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ছোট নৌকা ডুবে যায়। এতে ওই যুবক নিখোঁজ হন।”
বিডি প্রতিদিন/আশিক