পিরোজপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে "জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান"।
বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হওয়া এ আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযাদী এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করেন এবং বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে তাঁদের ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।
এ সময় কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ