বগুড়ার ধুনটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় এসইডিপি প্রকল্পের অধীনে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।
বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুল হোসেন, ধুনট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সাহা, নান্দিয়ারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল জব্বার, পাঁচথুপি-নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী টিএম নাছের আল মানসুর এবং নান্দিয়ারপাড়া আলিম মাদরাসার কৃতি শিক্ষার্থী মাহমিদা জান্নাত প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ