লালমনিরহাট রেলস্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২টি বগি উল্টে যায় এবং অন্তত ৮ জন যাত্রী আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়- লালমনি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ৬ ঘণ্টা দেরিতে পৌঁছায় এবং ওয়াশফিডে নেওয়ার সময় পার্বতীপুরগামী ৬৬ নম্বর কমিউটার ট্রেন এসে ধাক্কা দেয়। এর ফলে দুইটি এসি বগি উল্টে যায়। ঘটনার পর ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালায়। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং শহরমুখী প্রধান সড়কেও যান চলাচল স্থগিত হয়।
রেলওয়ে স্টেশনের সিগন্যাল জটিলতার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। রেলওয়ের ডিএমই (লোকো) সাজিদ হাসান নির্ঝর জানান, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ে থানা ওসি মামুন হাসান জানান, তদন্ত ছাড়া কারণ বলা যাচ্ছে না। উদ্ধারকাজ চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ