‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬-পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডের উদ্যোগে রংপুর ইনডোর স্টেডিয়ামে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ক্যাম্পে এক হাজারের বেশি নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে মেডিসিন, শিশু রোগ, স্ত্রীরোগ ও প্রসূতি রোগের চিকিৎসকরা সেবা দেন। এছাড়া, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং কৃমিনাশক ওষুধসহ প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
ক্যাম্পটি পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন এডিএমএস কর্নেল রেজা। আয়োজক সূত্র জানায়, এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়ার প্রাথমিক প্রস্তুত নিয়ে শুরু হয় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম। স্বাস্থ্যসেবা ক্যাম্প থেকে কাউকে গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়।
চিকিৎসা নিতে আসা এক গৃহিণী রিকু বেগম বলেন, আমার ছোট মেয়েটা খুব অসুস্থ, এখানে এসে ওর চিকিৎসা পেয়েছি, খুব উপকার হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ