গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ জুলাই) রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গত ১৬ জুলাই ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনভোগান্তির সৃষ্টি হয়। পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ১৫৫ জন নামীয় ও ১,৫০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে।
তিনি আরও জাণাণ, রুবি বিশ্বাস ওই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। ইতোমধ্যে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের শনাক্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণ চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ