মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে জামাল হোসেন হত্যা মামলায় বাচ্চু মিয়া (৪০) নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ এ এস এম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর সদর উপজেলার থানাপাড়া এলাকায় হাশেম মিয়ার লিচু বাগানে গামছা পেঁচিয়ে জামাল হোসেনকে হত্যা করেন বাচ্চু মিয়া। এ ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন বাদী হয়ে ১০ সেপ্টেম্বর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহম্মেদ বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ব্যাটারি চালিত অটোভ্যান ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করেন। পরে আদালতে ১৬৪ ধারায় খুনের কথা স্বীকার করে জবানবন্দি দেন বাচ্চু মিয়া। মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। শুনানি শেষে আদালত বাচ্চু মিয়াকে ফাঁসির পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ এস এম সাইদুর রাজ্জাক রায় নিয়ে বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বিগত তিন বছরের মধ্যে মেহেরপুর আদালতে এটাই প্রথম ফাঁসির রায়।” আসামিপক্ষের আইনজীবী এহসান উদ্দিন মনা জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
রায়ের পর জামালের পরিবার সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “আমরা বহুদিন ধরে এই রায়ের অপেক্ষায় ছিলাম। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।”
বিডি প্রতিদিন/হিমেল