বাগেরহাট শহরের রাহাতের মোড় এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ আট সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ককটেল, ৪টি ভুয়া পরিচয়পত্র, ৩টি পিস্তলের গুলি, ১২টি মোবাইল ফোন ও ৪টি লাইটার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাট সদরের বিষ্ণুপুর গ্রামের এস কে আলমের ছেলে এস কে সুমন, হাসেম আলী শেখের ছেলে শেখ মুফাসসিল হোসেন, হুমায়ুন কবির মুরাদ মল্লিকের ছেলে হৃদয় মল্লিক, আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাহিদুল ইসলাম, গোপালপুর গ্রামের শাহজান শেখের ছেলে মোহাম্মদ অভি, বারইখালী গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে সবুজ কুমার সাহা এবং পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাহাবুব শেখের ছেলে জাকারিয়া হোসেন।
বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী এসকে সুমনের নেতৃত্বে এলাকায় নানা অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযান চালিয়ে যৌথবাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করে। পরে উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা