রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন হয়েছে। রবিবার বিকেলে রংপুর স্টেডিয়ামে লোগো উন্মোচন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৌহিদুর রহমান, শেখরেজোয়ান, ফারহান তানভীর ফাহিম, ক্রীড়া সংগঠক মঞ্জুর আহমেদ আজাদ, বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ ।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৮ জুলাই থেকে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এতে জেলার ৮ উপজেলার ৮টি ফুটবল দল অংশ নেবে। উদ্বোধনী দিনে বিকেল ৪টায় রংপুর সদরউপজেলা দলের মুখোমুখি হবে কাউনিয়া উপজেলা দল।
লোগো উন্মোচন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। চব্বিশের চেতনাকে ধারণ করে জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এটুর্নামেন্টের মাধ্যমে ইউনিয়ন-উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াররা উঠে আসবে এবং তারা আগামীতে জাতীয় ফুটবল দলে অবদান রাখতে পারবে।
বিডি প্রতিদিন/এএ