গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসকিউটর (এপিপি) ও যুবলীগ নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ জুলাই) বিকেল পাঁচটার দিকে পৌর শহরের পশ্চিম চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, যুবলীগ নেতা ও সাবেক এপিপি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে গোবিন্দগঞ্জ বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি হিসেবে শহরের পশ্চিম চারমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোবিন্দগঞ্জ বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি হিসেবে সাবেক এপিপি অ্যাডভোকেট মিজানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদলতে সোপর্দ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন