কক্সবাজারের টেকনাফে বিজিবি অভিযানে ক্রিস্টাল মেথ বা আইস এবং ১টি বিদেশি পিস্তলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার বিকালে তাকে আটক করা হয়।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, চোরা কারবারিরা মিয়ানমার থেকে সমুদ্রপথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র এনে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড উত্তর জালিয়া পাড়া এলাকায় করিম নামে এক ব্যক্তির বাসায় গোপনে মাদক ও অস্ত্রের লেনদেন করে।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকালে টহল দলটি করিমের বসতবাড়িতে প্রবেশ করলে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়। তবে আরও দুইজন চোরাকারবারি পালিয়ে যায়।
আটক শফিক (২৬) টেকনাফ পুরান পল্লানপাড়ার ইউনুসের পুত্র। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে, করিমের বসতবাড়ির খাটের নিচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৮১৬ নিষিদ্ধ ঘোষিত ক্রিস্টাল মেথ এবং ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অভিযান শেষে গ্রেফতার আসামিকে মাদক ও পিস্তলসহ প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এমআই