বিষাক্ত মাশরুম খাইয়ে তিনজনকে হত্যার দায়ে অস্ট্রেলিয়ার এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এর ফলে আগামী ৩৩ বছরের আগে তার প্যারোলে মুক্তির কোনও সম্ভাবনা নেই। দণ্ডপ্রাপ্ত নারীর নাম এরিন প্যাটারসন (৫০)।
অস্ট্রেলিয় সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলেছেন, প্যাটারসন খুবই জঘন্য অপরাধ করেছেন। তিনি ২০২৩ সালে তার শ্বশুর ডন (৭০) শ্বাশুড়ি গ্যালি প্যাটারসন (৭০) ও গ্যালির বোন হিথার উইলকিনসনকে (৬৬) হত্যা করেন।
সৌভাগ্যক্রমে হিথারের স্বামী ইয়ান উইলকিনসন বেঁচে যান। তবে মাশরুমের বিষক্রিয়ায় তিনি কোমায় চলে যান এবং সেখান থেকে তার নানা শারীরিক জটিলতা দেখা দিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই মধ্যাঞ্চহ্নভোজে অবশ্য প্যাটারসনের স্বামী সিমন প্যাটারসনও আমন্ত্রিত ছিলেন। যিনি কিনা স্ত্রী থেকে আলাদা থাকতেন। তবে শেষ মুহূর্তে সেখানে উপস্থিত হননি সিমন। তার সন্দেহ ছিল স্ত্রী এরিন কয়েক বছর ধরে তাকে বিষ প্রয়োগের চেষ্টা করে আসছিল।
এদিকে খুনের বিষয়টি নিয়ে এরিন নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলেও তার শেষ রক্ষা হয়নি। বিচার প্রক্রিয়া চলাকালীন বিচারপতি ক্রিস্টোফার বেলে বলেন, এরিনের অপরাধ বিচার করে তাাকে সর্বোচ্চ সাজা দিতে হবে।
প্রসিকিউটররা বলেছেন, দুই সন্তানের জনক এরিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। যা অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠোর শাস্তি।
বিচারক বেলে বলেন, এরিনের বিষয়টি মিডিয়ায় ছড়িয়ে পড়িয়েছে এবং জনগণও এতে যথেষ্ট আগ্রহ দেখিয়েছে। তিনি একজন কুক্ষাত আসামি। এছাড়া অন্য বন্দিদের কাছ থেকেও ঝুঁকিতে থাকবেন।
বিচারক আরও বলেন, এরিনকে সর্বোচ্চ নিরাপত্তা আছে এমন একটি কারাগারে রাখা হবে। যেখান থেকে তার অন্য বন্দিদের সঙ্গে যোগাযোগ বা কথা বলার কোনও সুযোগ নেই। আরও বলেন, এরিন ভুক্তভোগীদের ওপর কোনও দয়া দেখায়নি।
এদিকে প্রথমবারের মতো আদালতের বাইরে জনসম্মুখে কথা বলেছেন বেঁচে ফেরা একমাত্র ভুক্তভোগী ইয়ান উইলকিনসন। সূত্র: বিবিসি, দ্য অস্ট্রেলিয়ান, সিডনি মর্নিং হেরাল্ড
বিডি প্রতিদিন/একেএ