নেত্রকোনার পৌরসভা এলাকায় যানজট নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি এই সভায় সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
জেলার সকল রাজনৈতিক সামাজিক ও সকল পরিবহন সেক্টর ব্যবসায়ী সমিতির নেতাদের নিয়ে এই মত বিনিময়ের আয়োজন করে জেলা প্রশাসন। সভায় জেলার বিএনপি, জামায়াত, এনসিপি, খেলাফতসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল যানবাহন সমিতির নেতৃবৃন্দদের এই সমস্যা নিরসনে ভূমিকা রাখার জন্য আইন প্রয়োগে বাধা না দিয়ে সহযোগিতার অনুরোধ জানানো হয়। সকলের মতামত গ্রহণের প্রেক্ষিতে সভাস্থলেই জেলা প্রশাসক স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি ব্যবস্থা গ্রহণ করেন।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল হুদা, নেত্রকোনা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাহরিয়ার, পৌর প্রশাসক (ডিডিএলজি) মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহবুবুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টুসহ অন্যরা।
জেলা প্রশাসক জানান, লাইসেন্স ছাড়া কোন গাড়ি পৌরসভার ভেতরে চলতে পারবে না। চললেই আটক করে ব্যবস্থা নেওয়া হবে, কোন তদবির গ্রহণযোগ্য হবে না। দুই ধরনের ফুলবডি কালার করে দুইদিনে দুই রকমের অটো চলবে। এক ব্যক্তির নামে একাধিক অটোরিক্সা লাইসেন্স থাকলে বাতিল করে এক ব্যক্তির লাইসেন্স হবে। মোড়ে মোড়ে চেকপোস্ট দেয়া হবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোন ট্রাক কাভার্ডভ্যান, পিকাপ শহরে ঢুকবে না। ফুটপাত মুক্ত করে মেইন সড়কে রশি দিয়ে ডিভাইডার করা ও দোকানের মালামাল বা পণ্য ভেতরে রাখতে এক সপ্তাহ মাইকিং করে পরে আইন প্রয়োগ করা হবে।
বাস টার্মিনালকে সংস্কার করে ভেতরে রাখার ব্যাবস্থা করা হবে। ড্রেনের পাটাতন ফুটপাত উপযোগী করে দিতে পৌরসভা কাজ করবে। এছাড়া যানজট নিরসনে প্রতিদিন আলাদা মোবাইল কোর্ট হবে। বাস ট্রাক মালিক সমিতির উদ্যোগ নিতে কমিটিকে কার্যকর করাসহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক ব্যবস্থা বাড়ানো হবে।
বিডি প্রতিদিন/আরাফাত