সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে শাহপরাণ থানার শিবগঞ্জ এলাকার হোটেল গ্র্যান্ড সাউদা-এর তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মাজিদুর রহমান (৪০) ও জেসমিন আক্তার (২০)। বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/আশিক