গাইবান্ধা জেলায় সমস্ত ফিলিং স্টেশন হঠাৎ করে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালকেরা। রবিাবার (২৫ মে) দুপুরে জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে এমন চিত্র।
সকাল ৬টা থেকে বন্ধ রয়েছে পাম্পে তেল বিক্রি। কিন্তু কতক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে তাও বলতে পারছেন না ফিলিং স্টেশনের কর্মচারীরা। ফিলিং স্টেশনের কর্মচারীদের সাথে কথা বলে জানা গেছে, মালিক ফোন দিয়ে তাদের তেল বিক্রির বন্ধে নির্দেশ দিয়েছেন। তাই তেল পাম্প বন্ধ রাখা হয়েছে জানান তারা।
এদিকে রাস্তায় দাঁড়িয়ে আছে বাস-ট্রাক, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন। কর্মস্থলে যেতে না পারা মানুষদের কণ্ঠে ক্ষোভ আর হতাশা।
জেলা শহরের বাস টামিনালে অবস্থিত বিভিন্ন পাম্পে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা জ্বালানি তেল নিতে আসছেন। তবে পেট্রোল পাম্প বন্ধ থাকায় তেল না পেয়ে বিপাকে পড়েছেন পেট্রল নির্ভরশীল বিভিন্ন যানবাহনের চালকরা সাধারন ও কর্মজীবী মানুষ। বিশেষ করে বেকায়দায় পড়েছেন মোটরসাইকেল চালকরা। তেল না পেয়ে ভোগান্তিতে অফিসগামী সাধারণ মানুষও।
নজিওতে কর্মরত তারিকুল ইসলাম। বাসা থেকে সকালে মোটরসাইকেল নিয়ে অফিসে যান তিনি। অফিসের কাজে ফিল্ডে যাওয়ার জন্য তেল নিতে পাম্পে এসে শোনেন তেল বিক্রি বন্ধ। পাম্প বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অফিস থেকে ফিল্ড ১৪ কিমি দুরে। তেল না পেলে মাঠে যাবো কি করে?
আরেক মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা জিতু সরকার বলেন, জরুরি প্রয়োজন মেটাতে খোলা তেল নেওয়া ছাড়া আপাতত কোন উপায় নেই।
বিডি প্রতিদিন/এএ