চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র-অসহায়সহ সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সকালে স্থানীয় আ আ ম মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে স্থাপিত মেডিকেল ক্যাম্পে এই চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৩ সাঁজোয়া ব্রিগেড এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। মেডিকেল ক্যাম্পের তত্ত্বাবধানে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাদিক ওয়ালিদ জানান, সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে মেডিকেল ক্যাম্প।
এ সময় যত রোগী আসবেন তাদের সবাইকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হবে। তিনি বলেন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের জন্য বরাদ্দ ওষুধ জনসাধারণের স্বার্থে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ