বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প করে সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে। শুক্রবার বরিশাল-৪ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার এ ক্যাম্পের আয়োজন করেন।
উপজেলার সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টা থেকে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (অবঃ) ডা. মাহবুবুর রহমান, আল-ইসলাম ট্রাস্টের সেক্রেটারি ও মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা ইব্রাহীম খলিল, মেহেন্দিগঞ্জ পৌর আমীর মাওলানা আমানুল্লাহ বাকের প্রমুখ।
বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মাহবুবুর রহমান, গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. মাসুদ খান, শিশু বিশেষজ্ঞ ডা. গাজী মাহমুদ হাসান রুশো, গাইনী বিশেষজ্ঞ ডা. কাজী তৌকিয়া রহমান, ডেন্টাল সার্জন ডা. ফারহানা নাজনীন রত্না ও মেডিকেল অফিসার ডা. নাঈম সাকির।
বিডি প্রতিদিন/এএ