জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বাংলা একাডেমির উদ্যোগে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মভিটা সংলগ্ন জায়গায় গড়ে তোলা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এবং বাংলা একাডেমি পরিচালিত প্রতিষ্ঠান বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে বৃক্ষরোপণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন।
দিনটিকে স্মরণীয় করে রাখতে একটি গুবাকতরু অর্থাৎ সুপারি গাছের চারা রোপণ করা হয়। 'বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি' শিরোনামে চক্রবাক কাব্যগ্রন্থে কাজী নজরুল ইসলামের লেখা একটি অসাধারণ কবিতা রয়েছে।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা, প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক সমীর কুমার সরকার, হিসাবরক্ষণ ও বাজেট উপবিভাগের উপপরিচালক কামাল উদ্দীন আহমেদ, মিলনায়তন উপবিভাগের উপপরিচালক এস. এম. জাহাঙ্গীর কবীর, রোকেয়ার ভাতিজি তৃতীয় প্রজন্মের উত্তরসূরী সাবেক শিক্ষক রনজিনা সাবের, রোকেয়া স্মৃতি সংসদের সভাপতি আবু জাকারিয়া মোহাম্মদ রাশেদুন্নবী চৌধুরী রাজু, বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও রোকেয়া বিশেষজ্ঞ রফিকুল ইসলাম দুলাল, বাংলা একাডেমির সহপরিচালক এবং বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না, স্মৃতিকেন্দ্রের সহগ্রন্থাগারিক আবেদা সুলতানাসহ রংপুর হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ